টাঙ্গাইল ১ আসনের সাবেক মন্ত্রী ও বিএনপি’র সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধুপুরের কৃতি সন্তান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে মধুপুরে তার দলীয় কার্যালয়ে স্মৃতিচারণ ও দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত স্মরণ সভায় যুবদলের সাবেক নেতা আব্দুল মান্নানের উপস্থাপনায় স্মৃতিচারণ করেন উদীয়মান যুবদল নেতা মোশারফ হোসেন মনি মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান সরকার আসাদ, সাবেক তুখোর যুবদল নেতা মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু , মধুপুর জনতার মেয়র পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বক্তব্যের জাদুকর জনাব আব্দুল লতিফ পান্না, বিশেষভাবে স্মৃতিচারণ করেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক নেতা জনাব আনোয়ার হোসেন। এ সময় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের সদস্য সচিব জনাব শ্রাবণ হাবিব রুবেল, যুবদলর কান্ডারী নেতা আব্দুর রহমান, বলিষ্ঠ কর্মী দুলাল, উদীয়মান যুবদলের একনিষ্ঠ কর্মী মুরাদ হোসেন, আলামিন, সাইফুল, রনি সহ আরো অনেকে।