টাঙ্গাইলে-১ আসনের মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এই সময় মধুপুরে তার সমর্থিত লোকজন মধুপুর শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করে উপজেলা চত্বর হয়ে তার কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় সাধারণ মানুষের সমাগম ছিল ব্যাপক। বিশেষ করে উক্ত সমাবেশে মধুপুরের নারীদের উপস্থিতি ছিল অন্যতম।