টাঙ্গাইল ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. মোহাম্মদ আলীর কর্মীসভা অনুষ্ঠি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ ♦দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষে মধুপুর উপজেলার নয়াপাড়াতে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বৃহস্পতিবার রাত দশটায় নয়াপাড়া মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধা হতেই উক্ত কর্মী সভায় যোগ দেওয়ার লক্ষে পৌর শহরের ৫ নং ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা নয়াপাড়া মাঠে সমবেত হতে থাকে। রাতের মধ্যেই কর্মী সভাটি জনসভায় রুপান্তরিত অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ওয়ার্ড পর্যায়ে কর্মী সভাটি লোকে লোকারণ্য হয়ে ওঠে।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী বলেন, মধুপুর-ধনবাড়ী আসনে জন সাধারণ স্থানীয় মানুষকে বিএনপি’র এমপি বানাতে চায়। বিগত সময়ে নানা জেল,জুলুম-অত্যাচারসহ নানা মামলার আসামী হয়ে জনসাধারণের পাশে থেকেছি। তাই দলীয় ভাবে আমাকে মনোনয়ন দেয়া হলে আমি নির্বাচিত হলে মধুপুর ধনবাড়ী বাসীর সকল সময়ে নানা উন্নয়নে পাশে থাকব ইনশাআল্লাহ। সেই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষে এলাকার জনসাধারণকে সাথে রেখে কাজ করে যাব।
পৌর বিএনপির সদস্য শাহীন আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে পৌর ছাত্র দলের সাবেক সিনিয়র আহবায়ক মো. মোশারফ হোসেন সরকার মনি’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সরকার, মধুপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিনজুর রহমান নান্নু। এসময় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল রানা মাসুম , উপজেলা মহিলা দলের সভানেত্রী হামিদা বেগম,পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া আকন্দ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আব্দুল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এস এম শ্রাবণ হাবিব রুবেল, ৫ নং ওয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো হারুন অর রশিদ আকন্দ প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষত, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন টাঙ্গাইলে-১ আসন এমপি নির্বাচিত হলে মধুপুরে মেডিকেল কলেজ করার প্রতিশ্রুতি দেন ও মধুপুর কে শিল্প নগর হিসাবে ঘরে তোলার চেষ্টা করবেন।