টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মধুপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জাতীয় সংবাদ সংস্থার সম্পাদক নির্ভীক, সাহসী গণমাধ্যমকর্মী বাবুল রানা গত ২৬ /৮ /২৫ ইং তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫:৩০ মিনিটে ময়মনসিংহ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ শুনে মধুপুর উপজেলার সর্বস্তরের মানুষ বিস্মিত হয়। মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাতেই তার বাড়িতে গিয়ে লাশ দেখে সমবেদনা জ্ঞাপন করেন।মরহুম বাবুল রানার নামাজে জানাজা পরদিন সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল হামিদ মরহুম বাবুল রানার পক্ষ হতে ক্ষমা ও তার জন্য দোয়া চেয়ে তার কথা শেষ করেন। এ সময় জানাজার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী টাঙ্গাইল- ১ আসনের মনোনীত প্রার্থী সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এডভোকেট জুবাইর আল মাহমুদ রিজভী, বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ এর ছোট ভাই, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ রতন হায়দার, যুগ্ম -সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ, পৌর বি এন পির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক সদস্য উপজেলা বিএনপির মোঃ আনোয়ার হোসেন, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মিনজুর রহমান নান্নু , সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার আসাদ সহ অনেক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও এলাকার জনসাধারণ ।