টাঙ্গাইল -১( মধুপুর- ধনবাড়ী) আসনে মনোনয়ন প্রত্যাশী লে. কর্ণেল(অবসরপ্রাপ্ত)আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ নং অরণখোলা ইউনিয়ন, ৫ নং ওয়ার্ডে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাছাবাড়ী ফার্মপাড়া,ঠেলা ঠেলি বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ ওয়াহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -১( মধুপুর ও ধনবাড়ী) আসনে মনোনয়ন প্রত্যাশী লে. কর্ণেল (অবসরপ্রাপ্ত) আসাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ ও মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় মধুপুর উপজেলার আজাদ সমর্থন গোষ্ঠীর নেতা কর্মীগন এবং ৫ নং ওয়ার্ডের শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি লে. কর্ণেল (অবসরপ্রাপ্ত)আসাদুল ইসলাম আজাদ বলেন আমি নির্বাচিত হলে ধনবাড়ী ও মধুপুরে ১০ টি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা সহ এলাকার হাজার হাজার বেকার যুবক – যুবতীর কর্মসংস্থানের ব্যবস্হা করবো।