কুড়িয়ে পাওয়া ১৫ লাখ টাকা ফেরত দি
যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা ১৫ লাখ টাকা ফেরত দিয়েছেন কুমিল্লার তরুণ অটোরিকশাচালক অনীক হাসান। বৃহস্পতিবার সকালে নগরীর বজ্রপুরে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত অটোরিকশাচালক অনীক হাসান নগরীর চৌধুরীপাড়ার ভাড়াটিয়া। এক অভিভাবক সন্তানকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে টাকাভর্তি ব্যাগ অটোরিকশায় ফেলে যান।