পটুয়াখালীর কুয়াকাটার উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ৬১ মণ ইলিশ ধরা পড়েছে একটি মাছ ধরার ট্রলারে। সোমবার (১৪ জুলাই) বিকেলে আলীপুর মৎস্যবন্দরে ফেরার পর মাছগুলো নিলামে বিক্রি হয় ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকায়।
‘এফ বি আল্লাহর দান’ নামের ট্রলারটি গত বৃহস্পতিবার ২২ জন জেলেকে নিয়ে সাগরে যায়। কুয়াকাটা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে জাল ফেললে শনিবার বিকেলে ধরা পড়ে বিপুল পরিমাণ ইলিশ।
বিএফডিসির আওতাধীন মেসার্স খান ফিস আড়তে মাছগুলো নিলামে তোলা হয়। বড় ইলিশ প্রতি মণ ৭৩ হাজার, মাঝারি ৫৮ হাজার এবং ছোট ইলিশ ৪৪ হাজার টাকায় বিক্রি হয়।
মেসার্স খান ফিসের মালিক জানান, সম্প্রতি বড় আকারের ইলিশ বেশি ধরা পড়ছে। কলাপাড়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে মাছের সরবরাহ ভালো থাকায় জেলেরা লাভবান হচ্ছেন।